চাহে চারি পানে কুরঙ্গ নয়ানে

চাহে চারি পানে কুরঙ্গ নয়ানে
দেখিল সুবল সখা।
যেমত তড়িৎ দামিনী চমকে
তৈছন পাইল দেখা।।
সুবল মুদিল সে দুটি নয়ান
চাহিতে নাহিক পারে।
রূপের ছটায় নয়ন বারিল
দেখি অতি মনোহরে।।
দেখিয়া নয়ন ভরিলা তখন
সেই বাজিকর শিশু।
কহিতে লাগিল বৃকভানুরাজা
গুণীরে ডাকিয়ে কিছু।।
”তুমি আসি মোর নন্দিনী জিয়ালে
কি দিব তোমারে দান।
আপন হৃদয় ভিতরে আনিয়া
যবে দিয়ে তোরে প্রাণ।।”
তবে কহে শিশু ”শুন মহারাজা
গুণীর এ কাজ হয়ে।
পর উপকার বড়ই দুর্ল্লভ
সকল জনেতে কহে।।
পরহিংসা সম নাহিক পাতক
এ তিন ভুবন লোক।
ধিক্ রহু তার জীবন অসার
কি আর বলিব তাকে।।
যদি কোন ছলে করে উপকার
যেমত বন্ধুর প্রায়।
ইহ লোক তরে উহ লোক তরে”
দ্বিজ চণ্ডীদাস গায়।।



অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ