চিতে উলসিত বড়ি লাজে কেহু নাহি চড়ি
কানাই নাখানি পাতি রহে।
উছর দেখিয়া বেলি বড়াই পাড়িছে গালি
রাধার সে গায়ে নাহি সহে।।
বিনোদিনী পহিলে আপনে চাপে নায়।
তলে তার বিছানা আনি কমলদলের শ্রেণী
গুড়া ধরি বৈসে গিয়ে তায়।।ধ্রু।।
পসরা বামেতে আনি ডাহিনে ঘুমটা টানি
বসিল কানুরে করি পীঠ।
ঝলমল করে গায় সোণার নূপুর পায়
ঐছন শোভিছে অতি মীঠ।।
গুরুয়া নিতম্ব ভরে কটিতে কিঙ্কিণী পরে
তাহে শোভে বেণীর থোপনা।
ধৈরজ না মানে চিত দেখি তনু বিমোহিত
বিসরিল কিশোরী আপনা।।
ভেদল মদনকাঁড় হাত হৈতে খসে তাড়
কালিন্দী যে ফেনা-ছলে হাসে।
জগন্নাথ দাসে গায় কানাই একেলা নায়
সভাই মাতিল ও না রসে।।