চেয়ে দেখ চতুর্দিকে আস্‌ছে অন্ধকার
কাফ পিক পক্ষিগণে ছিল তাহার অন্বেষণে
এখন যায় প্রত্যেকের স্থানে করিয়ে ঝঙ্কার।
গোচারণে বাজাই বেণু গোঁটে চল্‌ছে নন্দের কানু,
অস্তমিত হল ভানু চক্ষের অগোচর।
যার যেই স্থান অধিকারে প্রত্যেকে যায় নিজ বাসরে
কেহ নাহি আছে অবসরে ভুবন মাঝার।
রেনু তুমি কর্মদোষে অবহেলায় আছ বসে
অমাবস্যার রাত এসে করতেছে সংহার।