ছট্ ফট্‌ করে ছায়া দূরে গেল
ছাপিতে নাহিক ঠাঁই।
ছলা করি ছট বেশ না করিব
ছলা সে করিব নাই।।
ছেনা ননী ঘৃত দধির পসরা
ছান্দিব পসরা পরে।
ছন্দ বন্ধ ছাঁদে ছলা যে করিব
শাশুড়ী ননদী বোলে।।
ছাঁদিয়া চরণ ছাঁদে দান সাধি
ছেনা দধি নিব ছলে।
ছল ছল ছল গোপিনী সকল
ছি ছি ছি লো বলি বলে।।
ছলা করি তবে বড়াই যাইয়া
ছন্দ করি কথা কয়ে।
ছাপিয়া রাধারে বসনের ছায়
সে নব কিশোরী লয়ে।।
ছটা বেশ দেখি ছটার উপমা
ছাতিতে করিয়ে ঠাই।
ছলা দানঘাটে সিরজিব কেবা
চণ্ডীদাস গুণ গাই।।