ছন ছন করে মন প্রাণ মোর কান্দে।
যত যত বল হিয়া থির নাহিঁ বান্ধে।।
মথুরা না যাবে যদি আমারে ছাড়িঞা।
বল দেখি নিজ কর মোর মাথে দিঞা।।
নারী না করিত যদি নিকরুণ বিধি।
দেশে লঞা বেড়াতাম তোমা গুণনিধি।।
কুলভয় না থাকিলে ভুজলতা দিঞা।
হিয়ার মাঝারে তোমা রাখিতাম বান্ধিঞা।।
হিয়া মণি মাণিক রতন যদি হত্যে।
গলাএ গাঁথিঞা নিলে তবে কোথা যাত্যে।।
যত যত করি মনে কিছুই না ভায়।
দীনবন্ধু কহে হিয়া বিদরিতে চায়।।