ছল করি বাণি কতয়ে পরলাপসি
তোহারি বচন পরমাণ।
চাবি পহর রাতি জাগিয়া পোহায়লুঁ
আয়লি রাতিবিহান।।
মাধব আজি বড় দেয়লি দূখ।
আগে ইহ আরতি না বুঝিয়া অব তোহে
হেরি পায়লুঁ বড় সূখ।।ধ্রু।।
ভালহি সিন্দূর কাজরে পূরল
বদনহি দশনক রেখ।
হেরইতে তোহে লাজ মোহে হোয়ত
যাবক রাগ পরতেখ।।
কমলিনি পাই সরসরসে ভূললি
না বুঝলি মালতিগন্ধ।
কহই গোপাল- দাস নাহি সমুঝলি
কী ফুলে কিয়ে মকরন্দ।