ছার দেশে বাস হইল নাহি দোসর জনা।
মরমের মরমী বিনে না জানে বেদনা।।
চিত উচাটন করে মন রুনু ঝুনু।
ননদী-বচনে পাঁজরে বিঁধে ঘুণ।।
জ্বালার উপরে জ্বালা সহিতে না পারি।
বঁধু মোরে বিমুখ ননদী হৈল বৈরী।।
গুরুজন-কুবচনে শেলের যে ঘায়।
কলঙ্কে ভরিল দেশ কি করি উপায়।।
বাশুলী আদেশে দ্বিজ চণ্ডীদাস-গীত।
আপনা আপনি চিত করহ সম্বিত ।।