ছাড়িয়া দে তোর ভবের আশা তিন ঠাকুরের মেল।
এগো, গাউনি দিতে দিতে ভবের বাজার ভাঙ্গি’ গেল রে।।
আর মন-পবন কাষ্ঠের নৌকা বারে লগির বান্ধ।
এগো, তাতে ছাপি রইছইন আমার ঠাকুর কালাচান্দ।।
আর আগ পাতালে নাওখিনি মনুরায ছওয়ারী।
এগো ডাইনা-বাউয়া ছয় জন মাঝি বলরাম গুণারী রে।।
আর মাঝ-গাঙে না বাইয়ো নৌকা রাখিয়ো কিনারায়।
এগো, আফালে ডুবাইব সাউদের মাণিকের ভরা রে।।
আর একি অপরূপ কথা দাঁড়ী-মাঝির হাল।
এগো, কেও শুনে না কেওরের কথা সদায় কেরেঙ্কাল।।
আর অধীন ইরপান বলে, আর কতো দিন বাকী।
এগো, নবীজীর শফাতের আশা দিলে জানি রাখি রে।।