ছাড়িয়া না যাও মোরে প্রেমানল দিয়া রে।
বন্ধু শ্যাম কালিয়া, আইস প্রভু জগত বন্ধু রে।।
নিষ্ঠুরজানিয়া মোরে নাযাইয়ো ছাড়িয়া। প্রাণরক্ষা কর মোর দরশন দিয়া রে।।
প্রেমানলে অঙ্গ জ্বলে সহিতে না পারি। শ্রবণেতে শুনি বাজে মুকুন্দ মুররী রে।।
প্রেমসুরে বাইয়ো বাঁশী রসিক বন্ধুয়া। অবুলার প্রাণী নেও সুরেতে টানিয়া রে।।
পবনেতে বাইয়োবাঁশী ডাকি’ নামধরি। যৌবতী সবের তুমি প্রাণীনেও হরি রে।।
মুররী বাজাইয়ো সাধু কোকিলার সুরে। প্রাণী হরি নেও মোর দগধে অন্তরে রে।।
মথুরায় বাইয়ো বাঁশী কদম্ব হেলিয়া। সোনাপুরে জপে নাম সুন্দর তুতিয়া রে।।
সোনাপুরে আছে সাধু রূপের ভাণ্ডারী। রূপেতে হরিয়া সাধু তুতিয়া পসারি রে।।
সোনাপুরে যাইয়ো সাধু করিয়া ঘোষণ। মিলিবা তুতিয়া সাধু চান্দের বরণ রে।।
আনন্দে প্রবেশ হইয়া শ্রীকুলার হাটে। দেখিতে রসিক বন্ধু, ত্রিপুন্নীর ঘাটে রে।।
শিতালং ফকিরে কহে না ভজিলাম প্রিয়া। মোরে নাহি চায় বন্ধু কলঙ্কী জানিয়া রে।।