জখনে সঙ্কেত চলু সসিমুখি তখনে ছল অন্ধার।
আন্তর পান্তর বাট উগি গেল চন্দা করম চণ্ডার।।
পরম পেম পরাভবে পাওল দেখি গমনেরি বাধ।
উতিম বচন জদি বিহুচর আওর কী অপরাধ।।
সজনি মন্দির ভেল অসার।
অপন আরতি আগুন গুনল সাজি হল অভিসার।।
সুখম হেতু কমনে বিচারব কমনে চিন্থল চোর।
আসা দইঅ সুপুরুসে বঞ্চন দূষণ লাগত মোর।।
ন পরে পৌলিহুঁ ন ঘরে গেলিহুঁ দুহ কুল ভেল হানি।
বিধি নিকারুণ পরম দারুন অবে কিরব জানি।।
সংকেত বন-গমন ন সম্ভব পুনু পলটএ ন জাএ।
যুবতি বধ রে আধ পঞ্চসর কাহু ন কহহু জাএ।।
ভনে বিদ্যাপতি সুন তএ যুবতি অছ এ গুণনিধান।
রাএ সিবসিংহ রূপনরাএন লখিমা দেবি রমান।