জগপতি সেবকেরে দেখ একবার। ধু
তোমার সৃজনে আসিয়া সংসার মাঝ না বুঝি কি চরিত্র তোমার।
ধ্যান করি মনে হেরি ভকতি মিনতি করি আইস বন্ধু নিকটে আমার।
সবে কহে মথুরার হাটে বন্ধু যায় রাজ বাটে তথা গিয়া বসি নিরীক্ষিয়া।
যে কেহ পন্থেত হেরি তাহারে জিজ্ঞাসা করি কোথা বন্ধু দেও দেখাইয়া।
অবিরত ভাবি মনে বন্ধুরে দেখিছ কোনে উদ্দেশিতে আছ অনিবার।
এমন ব্যথিত কেবা জানাইতে বন্ধুর সেবা দেখাইতে শ্যামেরে আমার।
সেবিতে নারিলুম পিয়া সেই লাগি দহে মোর হিয়া সেই ভাবি প্রাণি হইল শেষ।
বিরহ আনল-তাপে বিবেচনা করি আপে অনলে গিয়া করিমু প্রবেশ।
কহে নওয়াজিস হীনে বার্তা আইসে রাত্র দিনে না পূরিল মনের বাঞ্ছিত।
দারুণ কর্মের লেখা না ঘটে পুণ্যের পেখা না দেখিলুম নয়ান বিদিত।