জঙ্গম হেমলতা সম সো ধনী
তুহুঁ ঘনশ্যাম তমাল।
বিহিও না জানল প্রেম ঘটাওল
দুহুঁক পরশ রসাল।।
মাধব তোহে সম্বাদল বালা।
তুয়া রস বিহীনে অব তনু জারল
গুরুকুল কন্টক জ্বালা।।
মরমক বেদন সহই না পারিয়ে
শুতি রহু ধরণী শয়ানে।
লোচন খঞ্জন নীরে নীরঞ্জন
দিন রজনী নাহি জানে।।
সখী পরবোধ নাহি শুনই
অনুপম তোমারি সমাধি।
গোবিন্দদাস কহ কানু কি লাজ নহ
দারুণ বিরহ বেয়াধি ।।