জটিলাগমন কথা শুনি সশঙ্কিত।
সূর্য্যের মন্দিরে সভে হৈলা উপনীত।।
প্রবেশিলা সভে সূর্য্যমন্দির ভিতরে।
হেনকালে তথা আসি জটিলা উতরে।।
দিনমণি প্রণমিতে আইলা জটিলা।
দেখে বসিয়াছে যত আভীরীর বালা।।
কুন্দলতা দেখি কথা কহে ব্যাজ কেনে।
কুন্দলতা কহে বিপ্র না পাই এখানে।।
জটিলা কহয়ে কেনে কোথা গেল বটু।
কুন্দ কহে গেল তব কথা শুনি কটু।।
আর এক বিপ্র আছে গর্গ মুণির শিষ্য।
জটিলা কহয়ে তবে আনহ অবশ্য।।
শুনি কুন্দলতা গেল ব্রাহ্মণ আনিতে।
মাধব চলিল তার পাছেতে পাছেতে।।