জতনে আয়লি ধনি সয়নক সীম।
পাওর লিখি খিতি নত রহু গীম।।
সখি হে, পিয়া পাস বৈঠহ রাই।
কুটিল ভৌঁহ করি হেরইছি কাই।।
নবি বর নারি পহিল পিয়া মেলি।
অনুনয় করইতে রাত আধ গেলি।
কর ধরি বালমু বৈসায়ল কোর।
এক পএ কহে ধনি নহি নহি বোর।।
কোরে করইতে মোড়ঈ সব অঙ্গ।
প্রবোধ ন মানে জনু বাল ভুজঙ্গ।।
ভনয়ে বিদ্যাপতি নাগরি রামা।
অন্তরে বাহিরে দানিন বামা।।