জরতী যতন করি কহে শুন সুন্দরি
সখী সঙ্গে করহ পয়ান।
উড়নি ঘোড়নি মাথে দেখিয়া চলিবে পথে
লখিতে না পারে যেন আন।।
বড়োর ঝিয়ারী বট কুলে শীলে নহ ছোট
সব গুণে হও পরবীণ।
থাকিহ সভার মাঝে বুঝিবা আপন কাজে
আমি আর জীব কত দিন।।
সদয়ে বিদায় করে জটিলা চলিলা ঘরে
উলসিত রসবতী রাধে।
রঙ্গিণী সঙ্গিনী তার লই সব উপহার
চললি পুরাইতে সাধে।।
গজেন্দ্রগমন জিনি চলে রাই বিনোদিনী
সুঘুড় সখীর হেলি অঙ্গ।
কহয়ে শেখর রায় পুছিতে পুছিতে যায়
রজনিবিলাস রসরঙ্গ।।