জাদুরে পুছেন বানি– “কহত বাছুনি ধনি,
মৃত্তিকা খাইলে কি লাগিয়া।
কি হেন দিলেক বুদ্ধি তু মোর গুনের নিধি
কেনে খায় মৃত্তিকা লইয়া।।
কি নাই আমার ঘরে তাহাই দিথাঙ তোরে
দধি দুগ্ধ জাহার বাথার।
ছেনা নুনি আছে কত ভাণ্ডে ভাণ্ডে নিজজিত
ঘৃত কত আছে ভারে ভার।।
চিনি ফেনি চাঁপা কলা মণ্ডা মিশ্রি আছে ভরা
বিবিদ মিঠাই কত সত।
নুনি পুরি এ সাকর আছে ঝুনা নারিকল
আর উপহার আছে কত।।
এসব নাহিক চায় ধরিয়া মৃত্তিকা খায়
বল বাপু কিসের কারনে।
বুঝিতে না পারি এহ জননির আগে কহ
সুনি জেন জুড়াকু পরানে।।”
মাএর বচন সুনি কহিছেন জদুমনি–
“সুন মাতা আমার উত্তর।
মিছা মিছা কেনে বল * * ন মৃত্তিকা খাল্য
কবে তুমি দেখিলে গোচর।।”
তবে কহে নন্দরানি– “এখনি দেখিল আমি
খালে মাটি দেখিল (নয়নে)।
নন্দের ছায়াল হয়া ভুলাহ জননি পায়্যা
এই মাত্র দুগ্ধ খায় ঘনে।।”
মাএর বচনে জাদু দেখাইছে * * * *
“*খে দেখি মৃত্তিকার চিহ্ন।
কনখানে খাল্য মাটি দেখহ জননি উঠি”
চণ্ডিদাস কহে তাহে ভি * ।।