জিমুনা গো মুঞি, জিমুনা,
কালা বন্ধুর পিরীতের পাকে।
আপনার দুটি আঁখি, নিবারিতে নারি গো,
কালা বিনু আন নাহি দেখে।।
একদিন আয়ান আইল ঘরে, কালিয়া দেখিনু তারে,
বন্ধু বলি তাহারে সম্ভাষি।
আমার আরতি, দেখিয়া আয়ান
মুখে কাপড় দিয়া হাসি।।
বন্ধুয়ার ভরমে, আয়ানের সনে,
মনের কথাটি কই।
হাসিয়া হাসিয়া আয়ান বলে,
মুঞ্চি তোমার বন্ধুয়া নই।।
কালিয়া কালিয়া বলি, কালা বসন পরি,
কালা বিনে আন নাহি শুনি।
জ্ঞানদাস কহে, পিরীতি এমনি হয়ে,
তারে কি দেখিলে জীয়ে প্রাণি।।