জীবের ভাগ্যে অবনী বিহরে দুইভাই।
ভুবন মোহন গোরাচাঁদ নিতাই।।
কলিযুগে জীব যত ছিল অচেতন।
হরিনামামৃত দিয়া করিল চেতন।।
হেন অবতার ভাই কভু শুনি নাই।
পাতকী উদ্ধার কৈলা ঘরে ঘরে যাই।।
হেন অবতার ভাই নাহি কোন যুগে।
কোন্ অবতারে হেন পাপীর পাপ মাগে।।
রুধির পাড়িল অঙ্গে করিয়া প্রহার।
যাচি প্রেম দিয়া তার করিলা উদ্ধার।।
নামপ্রেমসুধাতে ভরিল ত্রিভুবন।
একলা বঞ্চিত ভেল এ দাস লোচন।।