জীবে এমন দয়া কোথাও না দেখি
নায়র চৈতন্য প্রভু।
দীন হীন জনে এমন করুণা
আর নাহি দেখি কভু।।
যুগধর্ম্ম লাগি বৈরাগী হইয়া
ভ্রমি ফিরে দেশ দেশ।
পাইয়া অকিঞ্চন যাচে প্রেমধন
বিলায় করুনাশেষ।।
নাম সংকীর্ত্তন পরম নিগূঢ়
প্রচারে হৈয়া অমায়া।
ধীরাধীর জড় অন্ধ আতুর
সভারে সমান দয়া।।
ত্রিতাপে তাপিত দেখিয়া জগত
আঁখি ভরে প্রেমজলে।
শীতল করিতে হেরি কৃপাদিঠে
বরিখয়ে কানু বোলে।।