জেখানে আছিল কালকূট বিষ
সেওহ মাঝার কাছে।
সেই সিন্ধুসুতা বিষের সমূহে
করিয়া আছিল বাসে।।
ব্যাসের কায়াতে বিষ উপজল
তাহার কায়ার কা।
সেই সিন্ধুসুতা তাহারে পরসি
তাহার অক্ষয় কা।।
লাবণ্য-সায়রে নাহিল জখন
তখন রঞ্জিত গা।
কালের কাটিল লাবণ্যের বল
তাহাতে অঙ্গের প্রভা।।
এ দুই আখর শুন ।
ইহাতে কালিয়া বরণ হইল
ইহাতে দুরিত হেন।।
কখন কখন লাবণ্য-লহরি
তখনি অমিঞা কহে।
কালকূট জবে তাহার আকৃতে
কুটিল হইয়া রহে।।
কাল নাম দুটি আখর বলিয়া
কখন ভালই নহে।
কখন সরল কখন গরল
চণ্ডীদাস ইহা কহে।।