জ্বলিল জ্বলিল জ্বলিয়া উঠিল প্রেমেরি আগুনি লেগেছে গায়।
জ্বলিল অঙ্গ জ্বলিল প্রত্যঙ্গ জ্বলে পুড়ে সাঙ্গ হায় হায় হায়।।
হৃদয় জ্বলিয়া হয়েছে আলীয়া প্রাণনাথ কালিয়া রহিল কোথায়।
ডাকি বারে বারে না চাহিল ফিরে কঠিন কি হয় রে হৃদয় তার।।
ধারে নাহি আসে কাছে নাহি বসে ভাল নাহি বাসে সে গো আমায়।
বন্ধু শ্যামরায় যার পানে চায় তার মন কাড়িয়া নিল চক্ষের ইসারায়।।
ওয়াহিদেরি পানে চাহ আড় নয়নে না জানি কি মনে তাওত বুঝা দায়।