জ্বলিয়াছে বিচ্ছেদের অনল, হারা হইলাম বুদ্ধিবল।
বল বল বন্ধুয়ার কথা বল।।
প্রাণের বন্ধু যারে বলি, সেত আমায় প্রাণে মাইল।
এ গো তবু তারে না দেখিলে ঝুরে আংখি টলমল।।
কি করিম কোন লাজে, যাব আমি যোগীর সাজে।
এ গো যথা গেলে বন্ধু মিলে তথায় যাব চল চল।।
কেহ যদি দেখে শুনে, বলিয়া থাকে ঘরের কোণে।
এ গো ঘরে আছে কাল ননদী মুখে হাসে খল খল।।
শিতালং ফকিরে বলে, সাক্ষাতে সঙ্কট কালে।
এ গো বুকে নাই তোর দয়ামায়া মুখে মধু গলগল।।