জয় রাধে শ্রী- রাধে কৃষ্ণ
শ্রীরাধে জয় রাধে।
নন্দনন্দন বৃষ- ভানুদুলারি
সকল গুণ অগাধে।।ধ্রু।।
নবঘনসুন্দর নয়ন কিশোরি
নিজগুণ হীতম সাধে।
চাঁচর কেশে মউর শিখণ্ডক
কুঞ্চিত কেশিনি জাদে।।
পীতাম্বরধর উড়ে নীল শাড়ি
ঘন সৌদামিনি রাজে।
কানু গলে বন- মালা বিরাজিত
রাই গলে মোতি সাজে।।
অরুণিত চরণে মঞ্জির রঞ্জিত
খঞ্জন গঞ্জন লাজে।
কৃষ্ণদাস ভণে শ্রীবৃন্দাবনে
যুগল কিশোর বিরাজে।।

উৎসঃ শ্রীহরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত ‘বৈষ্ণব পদাবলী’ গ্রন্থ থেকে সংগৃহীত।