ঝঙ্করু বন ভরি মধুকর মধুকরি
কূজই কোকিল-বৃন্দ।
শুনি তনু মোরি গোরি পুন শূতলি
মুদি রহু নয়ন-অরবিন্দ।।
জাগইরে মোর প্রাণ-পিয়ারি।
রজনি পোহায়ল গুরুজন জাগল
ননদিনি দেয়ব গারি।।
জটিলা শাশু আসু ভরি রোয়ই
খোজই যামুন-তীর।
শারিক বচনে চমকি ধনি উঠইতে
ঢুলি ঢুলি পড়ই অথীর।।
চললি চিয়াওল তুরিতহি সখিগণ
জাগল অভরণ-বোলে।
বলরাম হেরি জগাই উঠায়ল
দুহুঁ তনু ঝাঁপি নিচোলে।।