ঝামরু কেনরে দেখি হরি নন্দলালা। ধু
নন্দের নাগর, গুণের সাগর ঝামরু কেনরে দেখি।
রাধা ব্রজহরি, সখী সবে বেড়ি রাধার কাননে করে কেলি।
চূড়ার উপরে মালতীর মালা প্রভাতে নীহার ঝরে।
পীত ধড়া গাছি ধরিতে ধরিতে খসিয়া খসিয়া পড়ে।
রঙ্গের রঙ্গিয়া রজনী জাগিয়া আছিল বিবিধ আশে।
ছুটিয়া যাইতে ঢলিয়া পড়িল মনে মোহন লাসে।
আমি একেলা নারী, বন্ধের ভাবে মরি চিন্তা না করিয়ে মন্দা
সৈয়দ মর্তুজা কয়, পর কি আপনা হয় প্রেমে মজি সবে করে ধান্ধা।