ঝুলত ব্রজ- নাগর বর
চন্দ্রাননি সঙ্গে।
ভুজহি ভুজহি কন্ধে কন্ধে
লপটায়ত কতহি বন্ধে
ঝুকত মন্দ আলি-বৃন্দ
রাগ রচত রঙ্গে।।ধ্রু।।
তাথৈ তাথৈ মধুর বোল
ঝুলনে নূপুর কিঙ্কিণি-রোল
তা দ্রিমি দ্রিমি বাজত খোল
মধুর যন্ত্র-ভঙ্গে।
কাদম্বিনি গগনে ঘোর
গর গর গর গরজে জোর
বরিখত তহিঁ থোর থোর
তড়িত জড়িত অঙ্গে।।
ঝমকি ঝমকি ঝরত নীর
চাতক-চয় বোলত ধীর
সারী শুক কপোত কীর
নীলকণ্ঠ ঝঙ্কে।
কোয়েল-কুল পুঞ্জ পুঞ্জ
কুহরত সব কুঞ্জ কুঞ্জ
ভ্রমরী সঞে গুঞ্জ গুঞ্জ
গুঞ্জরু সব ভৃঙ্গে।।
কালিঁন্দি-কুল কুসুম-বৃন্দ
বিপিনে বহত অতি সুগন্ধ
পবন-গমন মন্দ মন্দ
হাংস-নাদ তুঙ্গে।
হেরি যুগল- রস-বিলাস
কমল কুমুদ সব বিকাস
নন্দ দাস নিজহি আশ
পূরত কত রঙ্গে।।