ঝুলত শ্যাম গোরি বাম
আনন্দরঙ্গে মাতিয়া।
ইষত হসিত রভসকেলি
ঝুলায়ত সব সখিনি মেলি
গায়ত কত ভাতিয়া।।ধ্রু।।
হেম মণিযুত বর হিঁডোর
রচিত কুসুম-গন্ধে ভোর
পড়ল ভ্রমরপাঁতিয়া।
নবিন লতায় জড়িত ডাল
বৃন্দাবিপিন শোভিত ভাল
চাঁদউজোর রাতিয়া।।
নবঘনতনু দোলয়ে শ্যাম
রাই সঙ্গে ঝুলত বাম
তড়িত জড়িত কাঁতিয়া।
তারামণি চন্দ্রহার
ঝুলিতে দোলিত গলে দোঁহার
হিলন দুহুঁক গাতিয়া।।
ধিধিকট ধিয়া তাথিয়া বোল
বাজে মৃদঙ্গ মোহন রোল
তিনিনা তিনিয়া তা তিয়া।
ভেদ পরণ গ্রামপূর
ঘোর শবদ জীল সূর
বরণ নাহিক যাতিয়া।।
মণিআভরণ কিংকিণি বঙ্ক
ঝুলনে বাজয়ে ঝুনুর ঝঙ্ক
ঝন ঝন ঝঞ্ঝাতিয়া।
রাধামোহন চরণে আশ
কেবল ভরসা উদ্ধবদাস
রচিত পূরিত ছাতিয়া।।