ঝুলিতে ঝুলিতে কানু চাঁদ মুখে লৈয়া বেণু
রাই বলে আলাপ মল্লার।
ভাল বলি আলাপিতে রাইয়ের কটাক্ষ পাতে
ভুলি গেই ও নন্দ কুমার।।
দেখি হাসে যতেক আহিরী।
মল্লার আলাপিতে গান্ধার গৌরী খেণে
সুহই খেণে আসোয়ারী।।ধ্রু।।
তহি রসবতী হাসি আপনে বাজান বাঁশী
বিধিমতে আলাপে মল্লার।
গগন ঢাকিল মেঘে সভে চমৎকার দেখে
সখীগণে বোলে বলিহার।।
রাই মন বুঝি শ্যাম নিজ কণ্ঠ মণি দাম
ভালি বলি রাই গলে দিল।
দেখিয়া রাধার জয় ললিতা আনন্দময়
কৃষ্ণানন্দ নাচিতে লাগিল।।