ঝূলত ধনি চন্দ্রাননি
নাগর নট রাজে।
বৃন্দাবন রঙ্গ মোহন
রঙ্গ হিঁডোর মাঝে।।
মণি-ঝলমল নীল-দুকুল
রসবতি তহি শোহে।।
শ্যামল-ঘন তড়িত-বসন
জগজন-মন মোহে।।
কাঞ্চন চুনি মরকত-মণি
হীরহি সিঁথি সাজে।
চিকণ চূড় পিঞ্ছ মউর-
চন্দ্রক বিরাজে।।
জলদ ঘোর বরিখে থোর
হংসী-মন নাচে।
মৃদু সমীর বহই নীর
দোহঁ শরির সীঁচে।।
চক্রবাক সারস ডাকে
কীর কপোত বোলে।
ইন্দীবর কমল কুমুদ
আনন্দ-ভর দোলে।।
বিবিধ বাদ্য অতি সুপাদ্য
যন্ত্রে রাগ ভাজে।
হেরত নন্দ ঝুল গোবিন্দ
রাই সখিনি মাঝে।।