ঝড় অতিসয় অসুর-তনএ
প্রবেসে নন্দের ঘরে।
আনন্দে বিহরে জসদার কোলে
দেখ হরি দামোদরে ।।
হেনক সমএ মাএর কোলের
বালক উড়োএ হেলে।
জসদা এড়িয়া বালক লইয়া
আকাসমণ্ডলে তুলে।।
প্রভু ভগবান জানিল কারণ
মোর রিপু এই জনে।
ধরিঞা গলএ প্রভু জদুরায়ে
নিবিড় করিয়া টানে।।
হাথাহাথি করি চতুর মুরারি
পড়িলা ধরনি-পানে।
গলাএ ধরিঞা মলিঞা দলিঞা
বৈঠল তাহার বুকে।
টিপুনির ঘায়ে তেজিল পরাণ
পরাণ বার‍্যাএ দুখে।।
গড়াগড়ি জায়ে ধূলাএ লটায়ে
বসি সিসু তার বুকে।
এথা নন্দরাণি * দিয়া আকুল
বচন না ফুরে মুখে।।
“কোথাকারে গেল কোলের বালক
লইয়া হরিঞা কে।
কোলে হৈতে সি * গেল কতিকারে
ধরিতে না পারে দে।।”
চণ্ডিদাস বলে– “তৃনাবর্ত্ত এক
আসিঞা গোকুল -পুরে।
ঝড় দি * * * গেল লঞা পহুঁ
সেই সে অসুরবরে।।”