ঠাকুর বৈষ্ণবগণ করো এই নিবেদন
মো বড় অধম দুরাচার।
দারুণ সংসার নিধি তাহে ডুবাইল বিধি
চুলে ধরি মোরে কর পার।।
বিধি বড় বলবান না শুনে ধরম জ্ঞান
সদাই করম ফাঁসে বান্ধে।
না দেখি তারণ লেশ যত দেখি সব ক্লেশ
অনাথ কাতরে তেঞি কান্দে।।
কাম ক্রোধ মদ যত নিজ অভিমান তত
আপন আপন স্থানে টানে।
ঐহুন আমার মন ফিরে যেন অন্ধজন
পথ বিপথ নাহি মানে।।
না লইনু সত মত অসতে মজিল চিত
তুয়া পায় না করিল আশ।
নরোত্তম দাসে কয় দেখ্যা শুন্যা লাগে ভয়
এইবার তরাঞা লেহ পাশ।।