ডাকিয়া শুধাও না প্রাণ আন চান বাসি।
কেবা নাহি করে প্রেম আমি হৈলাম দোষী।।
গোকুল নগরে কে বা কি না করে
তারে নাই নিষেধ বাধা।
সতী কুলবতী সে সব যুবতী
কানু-কলঙ্কিনী রাধা।।
বাহিরে বেড়াতে লোকচরচাতে
বিষ মিশাইল ঘরে।
পীরিতি পীরিতি করি জগৎ হৈল বৈরি
আপনা বলিব কারে।।
তোমরা পরাণের মরম ব্যথিত
জীবন-মরণে সঙ্গ।
অনেক দোষ দোষী হইলে
সে কি ছাড়ে আপন অঙ্গ।।
নন্দের নন্দন গোকুল কানাই
সবাই আপনা বলে।
সো পুন ইছিয়া লইল নিছিয়া
আনন্দ জনম ফলে।।
রাধা বলি ডাকি শুধাইতে নাই
এখনে এমনে মৈলে।
চণ্ডীদাসে বলে সকল পাইবে
বঁধুয়া আপন হৈলে ।।