ঢর ঢর কাঁচা সোণার বরণ
আউলাই পড়িছে গায়।
হেরি কুলবতী রসের পাথারে
সাঁতারে থেয় না পায়।।
সখি গৌরাঙ্গ নাগর দেখ।
সুঘর বিধাতা রসের মূরতি
নিরমিল পরতেখ।।
বুক পরিসর চন্দনেতে মাখা
ভাঙ্গিল মানিনী মান।
আলিঙ্গন আশে চিত বেয়াকুল
সদাই ঝুরিছে প্রাণ।।
জিনি পাঁচবাণ নয়ন সন্ধান
চাহনি পরাণ-কাড়া।
ভাঙুর ভঙ্গিম কুলবতী কুল
করত ধরম ছাড়া।।
চাঁচর কেশের বেশ কি বর্ণিব
গ্রীবার ভঙ্গিমা কত।
লোচন দাসের হিয়া বেয়াকুল
আকুল যুবতীশত।।