ঢুলু ঢুলু দুটি আঁখি অরুণ-বরণ।
দেখিয়া ফাটিছে হিয়া না যায় ধরণ।।
অকলঙ্ক-শশী জিনি শ্রীমুখ শোভন।
মলিন দেখিয়ে আজু কিসের কারণ।।
পূর্ব্ব-ভাব মনে পড়ি ছাড়য়ে নিশ্বাস।
তৃষিত চাতকী জনু পানিক পিয়াস।।
রজনীর জাগরণে মনে ভয় পাই।
কোথা আছে মোর প্রাণ পণ্ডিত গদাই।।
কিশোর কহয়ে মোর ফাটি যায় হিয়া।
প্রভাতে উঠিয়া আইলা রজনী জাগিয়া।।