তবে আর পট লিখিলা নিকট
নব ঘন শ্যামরূপ।
দেখিতে কি দেখি পিছলিয়ে আঁখি
আনন্দ রসের কূপ।।
জলদ-বরণ যেন নব ঘন
চরণে নপুর দিল।
নখচন্দ্র দশ যেন শশধর
অতি সে উজর ভেল।।
রতন নপুর চরণ উপর
সোনার বসন সাজে।
কটি মাঝে কিবা ঘাঘর কিঙ্কিণি
কলহংস পারা বাজে।।
সুনাভি গভীর অতি সে মধুর
কুন্দ কন্দর শোভা।
কুঞ্জর সোসর কুম্ভ পরিসর
তৈছন দেখিতে আভা।।
তাথে মুলেপন মলয় চন্দন
মৃগমদ তাথে সাজে।
সুগন্ধ পাইয়া অলিকূল যত
তাহাতে আসিয়া মজে।।
সুবাহু গঠন সুবল-মোহন
বলয়া বিরাজে ভাল।
কর দুটি যেন হিঙ্গুল সমান
দশ চান্দ শোভে তার।।
….পদক করে ঢল ঢল
বনমালা শোভে তায়।
শ্রবণে মকর কুণ্ডলে শোভিত
যেন দীন…….।।