তবে কেন প্রীত বাড়াইলে হিত
গোপের বালক সনে।
পরিণামে এত করিবে বেকত
ইহা বা কে জন জানে।।
যদি বা জানিথু স্বপন ইঙ্গিতে
নিদান হইবে তুমি।
বাদিয়ার ঘরে গিয়া কুতূহলে
গরল ভখিথু আমি।।
এ সব কেমনে পাসরিব মনে
তোমার পীরিতি-লীলা।
যবে পড়ে মনে সে রস-মাধুরী
গলিত মানয়ে শিলা।।
দেখ মনে ভাবি বালক সংহতি
ক্রীড়াতে বঞ্চিলে নিশি।
ধেনু বনে বনে রাখিয়া সঘনে
ভাণ্ডীর-গভরে বসি।।
নানা মত খেলা তুমি সে সৃজিলা
বঞ্চিনু তোমার সনে।
যবে সেই লীলা মনে পড়ি গেলা
কেমনে জীব সে দিনে।।
তো বিনু মরিব সকল বালক
তিলেক নাহিক জীব।
তোমার সম্মুখে মরিব সবাই
এখনি পরাণ দিব।।
কি ছার বাঁচিতে সাধ নাহি চিতে
ছাড়িয়া আনন্দনিধি।
চণ্ডীদাস মোহে ছল ছল লোহে
কে কৈলে নিদয়া বিধি।।