তবে ভগবতি বলে শীঘ্রগতি
চল বেলা গেল বয়্যা।
চলে গোপীগণ হরষিত মন
যতনে উথারি লয়্যা।।
ভুক্ত ভানু শেষ কদলি সন্দেশ
তণ্ডুল কুসুম-মালা।
কুটিলার ভয় নৈবেদ্য সঞ্চয়
যতনে সাজায়ে থালা।।
যেন পূর্ব্ববত শঙ্খ আদি যত
ঘোর শব্দ হুলাহুলি।
আগে ভগবতি মাঝে রসবতি
পাশ গোপাঙ্গনা বলি।।
দেবী ভগবতী গোপিকা সঙ্গতি
মিলিলা জটিলা-বাস।
কৃষ্ণ লীলাসিন্ধু তার এক বিন্দু
পরশে গোবিন্দদাস।।