তরুণ অরুণ সিন্দুর-বরণ
নীল গগনে হেরি।
তোহারি ভরমে তা সঞে রোখয়ে
মানিনী বদন ফেরি।।
কানু হে রাইক ঐছন কাজ।
আট প্রহরে তো বিনু সাজই
আটহু নায়িকা-সাজ।।
প্রাণ-সহচরী চরণে সাধই
কানু মানায়বি তোহি।
আঁখি মুদি কহে অবহুঁ মাধব
কাহে না মিলল মোহি।।
খঞ্জন-ধ্বনি শুনি উমতি ধাবই
তোহারি নূপুর মানি।
হাসি অভরণ অঙ্গে চঢ়ায়ই
শেজ বিছায়ই জানি।।
নীল নিচোল সঘনে মাগয়ে
নিবিড় তিমির হেরি।
ঘুমল তো সঞে কহই ঐছন
বেশ বনায়বি মোরি।।
কোকিল-রবে চমকি উঠয়ে
নিয়ড়ে না হেরি ভোরি।
সোঙারি তোহারি গমন মথুরা
মুরছি পড়ল গোরি।।
নিঝর-নয়নে সব সখীগণে
খোঁজত বহে না শ্বাস।
তোহারি চরণে এতহুঁ কহিতে
ধাওল গোবিন্দদাস।।