তহুঁ বিদগধবর তরুণীপরাণ।
আজু শুনলোঁ মুঞি মনমথ নাম।।
অঞ্চল পরশিতে অন্তর কাঁপ।
রমণী সহয়ে কিয়ে এতএ আলাপ।।
এ হরি পরিহার অতয়ে আমার।
হাম কিছু না বুঝি কিছু লাভ।
দারিদ ঘর যাচক নাহি যাব।।
জল বিনু জলচর না করয়ে কেলি।
কলিকা কমলে ভ্রমর নহ মেলি।।
দেখইতে শুনইতে লাগু তরাস।
আজু পুছব মুঞি প্রিয়সখীপাশ।।
সো যব জানয়ে এ সব সুধি।
জ্ঞানদাস কহ ভাল কহ বুধি।।