তাতল ধরণী অধিক আগুনি
দিনকর দুপুর ভাগে।
ঐছন সময়ে রাই অভিসারল
শ্যাম শুদ্ধ অনুরাগে।।
সজনি ! কিছু না মানিল রাধা।
দিন অভিসারে সতত সঙ্কট
শ্যম সঙ্গ সুখ-সাধা।।
ঘন চন্দনে তনু লেপন কুঙ্কুম
প্রতি অঙ্গে কুসুম সাজে।
ভরম নিবারল সাজত অনুপাম
কেতকি মাঝহি মাঝে।।
পীতাম্বর বর নব তনু ঢাকল
অভরণ লেল লুকায়।
জ্ঞানদাস কহে পিরিতি না মানই
জগজনে অপযশ কয়।।