তাত বচনে বেকলে বন খেপল
জনম দুখহি দুখে গেলা।
সীঅক সোগেঁ স্বামি সন্তাপল
বিরহে বিখিন তন ভেলা।।
মন রাঘব জাগে।
রাম চরন চিত লাগে।।
কনক মিরিগি মারি বিরাধ বধল বালি
বানর সেই বটুরাই।
সেতু বন্ধ দিঅ রাম লঙ্ক লিঅ
রাবন মারি নড়াই।।
দসরথনন্দন দসসিরখণ্ডন
তিহুঅন কে নহি জানে।
সীতা দেইপতি রাম চরম গতি
কবি বিদ্যাপতি ভানে।।