তাপে তাপিত তনু জৈঠহি মাহ।
কতয়ে সহয়ে আর বিরহক দাহ।।
যতনে লেপয়ে যব মলয়জ পঙ্ক।
জ্বলি যায়ত তাহে বিরহ আতঙ্ক।।
কতয়ে কহব দুখ নিঠুর মাধাই।
তুয়া আশোয়াসে খোয়লুঁ ধনি রাই।।
কিশলয় তলপে শুতায়ই কোই।
হা হরি শবদে উঠয়ে তব রোই।।
ভসম সমান যব হোয়ত সোই।
কালিন্দিনীরে সিনায়ই কোই।।
কত পরকারে শিতল করু অঙ্গ।।
বাঢ়য়ে দ্বিগুণ দহন অনঙ্গ।।
মলয়ানিল বিষ পবন সমান।
হিমকর দরশনে হরয়ে গেয়ান।।
এতহুঁ বচনে তুঁয়া নহে বিশোয়াস।
কি কহব তব রাধাবল্লভ দাস।।