তাহারে বুঝাও সই পাঁও তার লাগি।
ননদী বচনে যেন বুকে লাগে আগি।।
কাহারে না কহি কথা থাকি দুখ বাসি।
ননদী দ্বিগুণ বাদী এ পোড়া পড়শী।।
কাহারে কহিব দুখ যাব আমি কোথা।
কার সনে কব আমি কালা কানুর কথা।।
যত দূরে যায় আঁখি তত দূরে যাব।
পিরীতি পরাণভাগী কোথা গেলে পাব।।
তাহারে কহিব দুখ বিনয় করিয়া।
চণ্ডীদাস কহে তবে জুড়াইবে হিয়া।।