তাহার বরণ কালিয়া দেখিয়া
ভুলল বরজ-ধনি।
কেবা কোথা দেখ ভাল আছে কেবা
পরাণে লইল টানি।।
সভে বলে তারে রসিক নাগর
বাখানে সকল জনে।
উপরে কালিয়া বরণ দেখহ
হৃদয়ে কুটিল হানে।।
পর নহে কভু আপন বলিতে
আপনা না হয় পর।
বুঝহ কারণ জানহ অন্তরে
কেবল বিষের ঘর।।
আন বিষ যদি করয়ে ভোজন
তখনি মরিয়া যায়।
এ বিষ এড়িয়া হৃদয় মাঝারে
জালিল মুরতি কায়।।
কাল সম ফনি দংশল মরমে
আর কি জীবন রয়।
না শুনে অন্তর অন্ত করি জানে
চণ্ডীদাস ইহা কয়।।