তিরীর সভাব মণে করে

তিরীর সভাব মণে করে।
প্রাণ কাহ্নাঞি ল
তাত রোষ না কর নাগরে।।
এ তোহ্মার বচনে।
প্রাণ কাহ্নাঞিঁ ল
সব কোপ খণ্ডিল এখনে।।এআ।।
আল হের
এহি জাগে তোহ্মার চরণে।
প্রাণ কাহ্নাঞিঁ ল
আহ্মা সম না করিহ আনে।।ধ্রু।।
তোহ্মার আহ্মার দুঈ মনে।
এক করী গান্থিল মদনে।।
তার আনুরূপ বৃন্দাবনে।
তোর বোল না করিব আনে।।
বিধি কৈল তোর মোর নেহে।
একই পারণ এক দেহে।।
সে নেহ তিঅজ নাহিঁ সহে।
সে পুণি আহ্মার দোষ নহে।।
কে বুলিতেঁ পারে তোর গুণে।
একেঁ একেঁ বলে মোর মনে।।
এবেঁ আসি বৈস মোর পাশে।
গাইল বড়ু চণ্ডীদাসে।



অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ