“তুমি বঁধু ব্রজের জীবন।
জাতি কুল করি আরোপণ।।
তুমি নহ নিঠুরাই পনা।
কেনে দেহ বিরহ-বেদনা।।
সে ভজে তোমার দুটী পায়।
তারে নাথ হেন না জুয়ায়।।
গৃহ-পরিবার পরিহরি।
তোমারে ভজিল ব্রজনারী।।
দে নাথ মনে বিচারিয়া।
যত দুখ তোমার লাগিয়া।।
শাশুড়ী খুরের অতি ধার।
খরতর তাহার বিচার।।
কান্দিতে না পারি তব লাগি।
তবু বলে শ্যামের সোহাগী।।
ঘরে পরে তোমার বিবাদ।
বাহির হইয়া যাইতে সাধ।।”
চণ্ডীদাস দেখিয়া দুঃখিত ।
শ্যামে কহিতে অনুচিত।।