তুমি সে যেমন জানিয়ে আমারা

”তুমি সে যেমন জানিয়ে আমারা
রাখাল হইয়া বনে।
গোপের গোধন রাখহ বাগাল
বোলহ বালক সনে।।
একদিন বনে সুরভি হারায়ে
কাঁদিয়া বিকল তুমি ।
সে সব পাশরি নাহি পড়ে মন
সকল জানিয়ে আমি।।
একদিন মায়ে পায়ে দড়ি দিয়ে
রেখেছিল উদুখলে।
কাঁদিয়া বিকল বালক সকল
তাহা বা পড়য়ে মনে।।
নবনী কারণে বাঁধিয়া যতনে
রাখাল নন্দের রাণী।
দেখিয়া বিকলি হইছ পাগলি
তাহা সে সকলি জানি।।
এবে সে জানিব যত বড় দানী
কখন নাহিক ঠেক।।”
চণ্ডীদাসে বলে শুন বিনোদিনী
সুখেতে করহ বিকি।
যে হয় উচিত দান সমাধিয়া
চলি যাহ যত সখী।।



অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ