তুহুঁ মনমোহন কি কহব তোয়।
মৃগধিনী রমণী তোহারি লাগি রোয়।।
নিশি দিশি জাগি জপয়ে তুয়া নাম।
থরহরি কাঁপি পড়য়ে সোই ঠাম।।
যামিনী আধ অধিক যব হোয়।
বিগলিত-লাজে উঠয়ে তব রোয়।।
সখিগণ যত পরবোধয়ে তায়।
তাপিনী তাপে ততহি নাহি ভায়।।
ইহ কবিশেখর তাক উপায়।
রচইতে তবহি রজনী বহি যায়।।