তুয়া গুণ গুণিতে গুণিতে।
শুধিতে তোমার ধার জনমিব কত বার
পুন মোরে হবে জনমিতে।।ধ্রু।।
শোণিত করিয়া কালি কালিজা কাগজ করি
খতে দিলাম নিজ হাতে সহি।
খত রৈল তুয়া হাতে খাতক হৈল নন্দ সুতে
শোধ দিব তুয়া গুণ গাহি।।
খত ছাড়াইতে যদি ধন নাহি দেন বিধি
ব্যাজ লাগি কি বুদ্ধি করিব।
জয় রাধে শ্রীরাধে বলি লুটায়্যা মাখিব ধূলি
ইহা বই ব্যাজ কোথা পাইব।।
তোমার লাগিয়া ধনি বৃন্দাবন ছাড়ি আমি
করিব শ্রীনবদ্বীপে বাস।
তুয়া রূপ হৃদে ধরি নাম হবে গৌরহরি
অবশেষে করিব সন্ন্যাস।।
হইব তোমার পারা কাল-বরণ হবে গোরা
তুয়া প্রেম করিব বিস্তার।
বসু রামানন্দ কয় এ বোল উচিত হয়
হৈলে হবে জীবের নিস্তার।।