তুয়া মুখ-ভরমে সুধাকর হেরইতে
হানল মনমথ শেল।
কোকিল-কুহু-রবে উহু করি সুন্দরি
ততহি অচেতন ভেল
মাধব-সো ধনি কুঞ্জ-কুটীরে।
তুহারি বিলম্ব-গমনে উতকণ্ঠিতা
পড়ি রহু যমুনা-তীরে।।ধ্রু।।
তুয়া লাগি কিশলয়-শেজ বিছাওল
জারল কপুরক বাতি।
তুহুঁ অতি নিঠুর সময়ে না মীললি
কাহে বাঢ়াওলি রাতি।।
যে ভেল সো ভেল তুরিতহু চল অব
বহুত বচনে কাজ নাই।
চন্দ্রশেখর কহে আগুসরি পেখহ
কুঞ্জে একাকিনি রাই।।